কবিতা - চন্দ্রানী চৌধুরী


অক্ষর নির্মান 


যতবার মনের ঘরে দোর দিতে চাই 
দমকা হাওয়া এসে ওলটপালট করে দেয় সব 
তবু দাঁড়ি দিতে চাই আকাঙ্ক্ষায় 
প্রানপনে আঁকড়ে থাকি দৈনন্দিন সাতকাহন 
বুকের ভেতরের  হরিন- দৌড় 
গোপন করে রাখি 
আশ্রয় খুঁজি অক্ষর নির্মানে 
কিছু কুড়োনো শব্দ 
ফাল্গুন  মাসের কাঞ্চন ফুলের মতো
ইতিউতি ছড়ানো ছিটোনো 
মুঠো ভরা স্বপ্ন নিয়ে গাঁথি অক্ষরমালা
চিলেকোঠা ঘরে বয়ে যায় নিঃশব্দ ক্ষরণের স্রোত
কাব্য জ্যোৎস্না পান করে 
আমি আজন্মের তৃষ্ণা মেটাই ...

Comments

Post a Comment