কবিতা - দেবাশিস ভট্টাচার্য


রাইফেল 

 

কার্তুজ ভরা ম্যাগজিন তুলে নিয়েছিলে
হাতে বারুদের গন্ধ ছিল না
দুষ্কৃতি কিংবা জঙ্গি তো নও


আগুন অস্ত্র ভুল হলে আত্মহনন কিংবা 
অপমৃত্যু অনিবার্য হতে পারে কে না জানে 
আলবাত তুমিও তা জানো


চারণ যাপনে এতকাল কেটেছে তোমার 
বহুধা সরণীতে হেঁটে হেঁটে 
পাখির মতো খুঁজেছ সকাল 


শুকনো ঘাসের সজীব শেকড় খুঁজেছ
বালুকাবেলায় সৃজন লিখেছ কত 
সতর্ক হাতে এখনও তোমার সেই রাইফেল।

Comments