কবিতা - বিপুল আচার্য February 20, 2024 Get link Facebook X Pinterest Email Other Apps বিষাদ কুড়াই যেভাবে বিষাদ কুড়াই কেন যেন মন ভরে না দীর্ঘশ্বাসের শিখা বাড়তেই থাকে..... টাইমলাইনে বিবৃতির পর, অনেকের মত না হয় না-ই রইলাম, তবুও তবুও বাধ্য ভীষণ আমার সব আবর্জনা কেন যেন বিষাদ কুড়াই এ জীবন তা-ও জানে না!! Comments
Comments
Post a Comment