কবিতা - তৌফিক জহুর


ভালো থেকো অপেক্ষা 


জ্যোৎস্নার মালা গেঁথে দিবো একটা পূর্ণিমা সন্ধ্যায়, সুঁই সুতা হাতে বসে থাকি রবীন্দ্র সরোবরে


মেঘ গ'লে চাঁদের আলোগুলো যখন জেতামাছের মতো খলবলিয়ে মাটিতে নেমে আসে, ধরে ধরে মালা গাঁথি 


এ শহরে পেয়ারা ভর্তার স্বাদ পাওয়া যায় নিউমার্কেটে মধুঘোষালের দোকানে, রোদের তাবিজে এ জীবন খোঁজে ভিটামিন ডি, বিশ টাকায় এক প্লেট পেয়ারা ভর্তা 


জ্যোৎস্না মালা গেঁথে পরিয়ে দেই তোমার গলায় কাজলটানা সন্ধ্যায়, আমরা হাঁটতে থাকি, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক পেরিয়ে, নিউমার্কেটে... সন্ধ্যায় পেয়ারা ভর্তা নাকি পানিপুড়ি কে বেশি ডুবে যায় পুদিনাপাতার রসে


শহরে চাঁদ ওঠেছে কুয়াশা সরিয়ে, গ্রামের মেঠোপথ সর্ষেক্ষেতে হলুদ প্রেম, শীতের রস, পাটিসাপটা পিঠার লোভনীয় নজর, ফিরে যাই গ্রামীণ জনপদে... কেউ কি অপেক্ষায়! অভিমানে দাঁড়িয়ে আছে লাইটপোস্ট...


পায়রা কি আজো পৃথিবীতে খুঁজে ফেরে লাল ইটের স্বাক্ষ্য, উর্মির দীর্ঘ চুম্বন, আফ্রিকার জঙ্গলে মঙ্গলের সাইরেন বাজে... বৃক্ষহীন এ শহরে ফুসফুস কাঁদে...  অক্সিজেন... অক্সিজেন মাতম


নিউমার্কেটে সোডিয়াম বাত্তির নিচে চাদর মুড়ে বসে আছে গাঙচিল... 

Comments