কবিতা - সোমা দে

 


আবশ্যক


ভালো - বাসার গা থেকে সমস্ত বিষাদ খুলে নেয়া হোক

জানালার কাঁচ বেয়ে নেমে আসুক জাগতিক আলো

শৌখিন গাছগুলোতে জল দেয়া হয়নি দীর্ঘদিন

রুক্ষ হয়ে গেছে অবহেলিত শাখা প্রশাখা ..... 


অভিমান নয় , বিরক্তিও নয়

শুধু হাতের মুঠোয় কিছু ধৈর্য্য আর 

বুকের গভীরে একটি ক্ষিপ্ত নদীর প্রয়োজন।

Comments