কবিতা - সুজয় নিয়োগী


গুবলেট 

ভেবেছিলাম জীবন অনেকটা 
পরিমিতির ক্ষেত্রফলের মতো, ধ্রুবক। 


জানতাম না --সূর্যের চলনের সাথে,
মিনারের ছায়া পরিবর্তনের মতো,
জীবনের ত্রিকোনমিতিও পরিবর্তিত হয়।


বুঝলাম অনেক দেরিতে ---


পারমুটেশন --কম্বিনেশন করে,
সামাল দিতে গিয়ে দেখলাম,
সব গুবলেট---

Comments