নবীন কলমের কথা মালা :: ছড়া - পূর্ণিমা দাশ



ছানার ঘোড়া 

ঘুরতে যাওয়ার কান্ড খানা 

যাবে নাকি দুধের ছানা,

খাবে নাকি মস্ত দাঁড়ি 

পড়বে শাড়ি, চড়বে গাড়ি। 



সরাই খানা 

সরাই খানা সরে বাধা 

সাথে লুচি পায়েস রাধা,

ছোট্ট সোনা বলছে এসে 

একটু হেসে ভালোবেসে।



রানীর মতে

রানীর মতে রাজা যদি 

হত যুবক ছোড়া,

কিশোর কালে বনতো তাদের 

মিষ্টি একটি জোড়া।



স্বপ্ন দেখে 

স্বপ্ন দেখে ভয়ের চোটে 

দাঁড়ি গেছে পেঁকে,

সুবীর দাদুর বউয়ের মা 

ময়দা গালে মাখে।



বায়না  

আয়রে টিয়ে 

        যাব চোড়ে,

ঘুমকাতুরের দেশে!

        সাজবে হরিণ 

মনটা ভরে,

        গয়না দিব কিসে।


Comments