কবিতা - সন্জু কুজুর


 বিশ্ব রক্ষায় আদিবাসীরা পাঠশালা  



চলুন দেখা যাক স্বপ্নের এক পর্দায় 

একটি দীর্ঘ লাইন , 

লাইনের মধ্যে হঠাৎ ঠেলা ঠেলি 

দুজন মানুষ ছিটকে গেলো লাইন থেকে  --- 

মাটিতে পড়ে গেলো তারা  ---

স্বপ্ন ভেঙে গেলো .....


না ------ এরা আদিবাসী নয় ,


আদিবাসীরা তো ধীরস্থির হয় 

বুনো ও শান্ত প্রকৃতির হয় ,

বনে কোন বারুদের গন্ধ নেই ,

দেশ নিয়েও কোন লড়াই নেই ,

দু' হাত জায়গা নিয়েও কোন হতাহত নেই 

তাই কোন উলঙ্গ প্রতিবাদও নেই ,


আজ সময়ের অগ্রগতিতে মানবতাকে পেছনে ফেলে রেখে 

এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে মানুষ 

তাই গোটা বিশ্ব আজ উন্মুক্ত খোলা দুয়ার , 

তবুও মানুষ হাত তালি দিচ্ছে ....

স্বার্থে , অজ্ঞতায় কিংবা মূর্খতায় শধুই এগিয়ে যাওয়া 


পতনের ঠিক আগে মনে রাখবেন , 

বিশ্বকে রক্ষা করতে হলে একটাই স্কুল আছে ...

নিরীহ প্রকৃতির আদিবাসীরাই কিন্তু একমাত্র পাঠশালা 

তবেই ঘুচবে এই চরম আমানবতা ও বিশ্বায়নের জ্বালা |

Comments