কবিতা - পাপড়ি গুহ নিয়োগী



দীর্ঘশ্বাসের কোলাজ


সমস্ত ডুয়ার্স খুজেও

একটুকরো সবুজ আনতে পারিনি


বর্ষাকালিন অরণ্য ফুলজন্ম লেখে জোনাকনাভীতে   


চুনিয়া ঝোরা ওয়াচ টাওয়ার

দেখে নেয় রৌদ্ররঙা ছেঁড়া ছেঁড়া বৃষ্টিডানা  


শাদা মোজা পরা বাইসন

নদীর শহর ডিঙিয়ে ব্রেকিং নিউজ দেখতে আসে


ভুটিয়া বস্তির বাচ্চারা

গরম ভাত দিয়ে মানচিত্র আঁকে। আঁকছে  

 

তুমি এখনও শেয়ালকে চিতা ভেবে ভুল করো   

থুতু ছিটিয়ে সাপ বিপাকে পরে 


কমে যাচ্ছে পাখি  

              বদলে যাচ্ছে মানুষ


এই মুহূর্তে আমরা অ্যাকুরিয়ামের ভেতর বসে আছি

Comments