কবিতা - অঞ্জনা মুখার্জী ভট্টাচার্য

 


উৎসব 


তবুও সন্ধ্যা আসে 
উৎসব থেমে গেলে 
ম্লান আলো হাতে 
নেমে আসে চাঁদ।
আকাশও বদলে নেয়
 নিজেকে , 
একটু একটু করে।
নদী জলে তার ছায়া পড়ে
খঞ্জনি উড়ে গেলে
চাঁদ মুখ জলে ভেসে যায়,
কোজাগরী আলো মেখে
আমরাও ফিরে আসি ঘরে।

Comments