কবিতা - মাধবী দাস



হাত ও হাতমোজা

 

অনিশ্চিত পথ ধরে হেঁটে যেতে যেতে
একটি হাত ক্রমে এগিয়ে এসেছিল কাছে।
বরফের মতো ঠাণ্ডা হাতে অন্ধকার লেগে ছিল 
 যেভাবে মাকড়সারা লেগে থাকে জালে।
বজ্রমুষ্টি হাত খুলে গিয়ে,কবে যে অন্ধকারের
শিখাকে কাঁপিয়ে দিয়েছিল
দরিদ্র মোমের আলো বোঝেনি কিছুই।


লেপ্টে থাকা দুটি হাত  জরাজীর্ণ দেওয়ালের গায়ে 
প্রতিবিম্বিত হতেই, একটি শিশুঘোড়া
 ভাসমান তুলোবীজ  লক্ষ্য করে ছুটতে শুরু করল... 
চেনামুখ মুহূর্তে অচেনা!


পশমের হাতমোজা, তাতে আলো অন্ধকার সহজে লাগে না।
নিজেকে ভেজাতে শেখেনি যে 
সে কখনও কারও ভরসা হতেই পারে না ।

Comments