কবিতা - রুমি নাহা মজুমদার


নিশিভোর


নিশিরাতে এখন নিশি বেরোয় না। আমি একলা জেগে থাকি ট্রেনের কামড়ায়। কোন এক বড় জংশনে গুদাম ঘরের বাইরে প্লাটফর্মে একটি ধেড়ে ইঁদুরের চলাচল দেখি। দূর থেকে যেন চাকা লাগানো পায়ের অবাধ যাতায়াত। একটা থামের উপর বারবার লাফিয়ে উঠতে চায়। সদা সন্ত্রস্ত্র । শুনশান প্লাটফর্মে এগিয়ে চলে  গুটিকতক যাত্রী অথবা মুটে। ক্রমশ দিনের তীক্ষ্ণ আলো তমসার ঘোর কাটিয়ে বেরিয়ে আসে। কলি ফোটে দিকে দিকে। কথারা পূজোর ডালা সাজায়। ছট্ মাইয়া কি গীত।  সে কি দেবতা না দেবী?  নদীর পাড় বেয়ে ঝরে পড়ে আলোর মালা । ফুল, তিল, দুধ, জল দুব্বোয় ভরা কলার খোল । বন্দনায় মুখরিত চারপাশ। বিভাবরী কেটে নীরব পৃথিবী জাগে আলোর দোলায়।  পথ ছুঁয়ে ছুঁয়ে ছুটে চলি  কেবল প্রান্তর থেকে প্রান্তরে।

Comments