কবিতা - পারমিতা চন্দ


ঘুম চোখে রচিত ম্যানুস্ক্রিপ্ট


ঘুমচোখে ম্যানুস্ক্রিপ্ট রচিত হলে তাতে কোথাও না কোথাও
স্বপ্নের দাগ লাগে।শীতল পরিখা ছিঁড়ে 
সবগুলো স্বপ্নময় নদী ওই কাগজে জড়ো হয় বলে
কাগজের চরিত্র স্থির থাকে না। সে ক্রমাগত ই ঝুঁকে পড়ে
পাতালে শায়িত এক নারীর ঠোঁট থেকে বিষের গন্ধ শুঁকতে 
সেই নারীর, যার বয়স বলে কিছু নেই, তার মণিহীন জগৎ
গ্রাস করে কাগজের চরিত্র। কাগজপৃষ্ঠে ফুটে ওঠে ফলত
বালতি-দড়ি, ঘুমের বড়ি-সিরিঞ্জ প্রভৃতি অতি প্রাকৃত দৃশ্যাবলি
কখনও তারা খসে-যাওয়া অথবা রহস্যময় ছায়াপথও থাকে।
ফলে ঘুম চোখে রচিত ম্যানুস্ক্রিপ্ট কখনও কবিতা হয় না।
আংশিক চাঁদ হয়ে ভাসে কবিদের আকাশে, জলে।

Comments