কবিতা - রবি শীল


 ঝাড়বাতি


চেয়ে আছি বিভোরের চোখের পানে , অপরূপ মন্থন সেই চোখে ।
চোখ ফেরালেই অবলীলায় ধ্বংস হবে প্রেম ও পৃথিবী  ।
দূরে থেকে ধেয়ে আসছে বিস্তর বালুকাবেলা , সবুজ অরণ্য জুড়ে ছোপ ছোপ তাজা রক্তের দাগ  ।
এই বুঝি ফুরিয়ে এলো জীবনের গান ও রঙিন ঝাড়বাতি  ।

Comments