ছড়া - দেবাশিস ভট্টাচার্য

 


ময়না কথা 


কাতুকুতু দিলেই ঘুমোয় 

সুরসুরিতে হয় না

অদ্ভুত এক রসিক পাখি

বকশী বাড়ির ময়না 


যা-ই খাবে সাত সকালে 

লংকা ছাড়া খায় না 

ঝালে ঝোলে ভাত মাখা চাই 

মিষ্টি খেতেই চায় না 


গান শোনাতে বললে তারে 

চট করে সে  গায় না 

মাথা চুলকে খানিক তাকায় 

গান যে খুঁজে পায় না


হাল ছেড়ে যেই স্রোতারা তার

মুখ ফিরিয়ে নেয় 

ময়না তখন ছড়ার গানে

মন মাতিয়ে দেয়

Comments

Post a Comment