কবিতা - নাদিরা


খোঁজ 


এই যে আকাশে এতো চাঁদ 

এসব আমার স্বপ্নের ফল ;

তুমি আঁধার সরিয়ে পূর্নিমার কবলে পরে যাচ্ছো 

ঘুমোও --  এখন রাত তাই.... 

জেগে থাকো-- এখন অস্থির ক্ষুদার্ত সময় তাই.... 


ঐ শোনো যেসব আলো আর কখনো সঙ্গমে যাবেনা 

তাদের ফিসফাস শোনো... তারা নিভে যাবে 

বসন্ত না এলে আমাদেরও সঙ্গম হবেনা ধানকাটা মাঠের পাশের শ্মশানে... 


তুমি নিষ্ঠুর হতে চাও... আমি ছুরি তুলে দেব 

তুমি চাঁদ পৃথিবী ফলবতী গাছ বাঁচাও.... 

আমাদের সন্তান মারা গেছে গর্ভের পুর্নবাসনে 

এসো পেঁচা খুঁজি... দেশ খুজি -- মানচিত্র আর মানুষ খুঁজতে যাই....

Comments