গদ্য - উদয় সাহা

 


ডোরাকাটা 



এক. 

ভালো লেখা, খুব ভালো লেখা, দারুণ লেখার অন্যপাশে আরো এক ধরনের লেখা থাকে, সেটা হ'লো নীরব কান্না ; আশ্বিনের বিদায়। চোখে শিশির নেই৷ সূচীতে অনেকগুলো বিন্দু বসে আছে। বিন্দুগুলো জুড়ে দিলেই উৎসব। 



দুই. 


সমস্ত উল্লাস আমাকে দিয়েই শুরু ; আমাকে দিয়েই শেষ। ডানা ঝাপটে পাখি উড়ে গেলে পালক খসে পড়ে৷ পালকের গায়ে খয়েরী জীবন লেখা। আমাদের কুয়াশার শরীর৷ লজ্জা ঢাকি আলোর পোশাকে। 



তিন. 


প্রতিটি রাত হ'লো এক একটি দিনের মৃত্যু ৷ প্রতিটি দিন কিছু অপেক্ষার পরিণতি। একটি পরিণতির সাথে সম্পূর্ণ হয় একটি বৃত্ত। শুরু হয় নতুন অপেক্ষা। নতুন প্রতিটি অপেক্ষায় মিশে যায় আমাদের পরিধেয় ছদ্মবেশ। ছদ্মবেশের আলো জ্বলছে পৃথিবীতে। আলোর ঝাঁঝ বাড়ন্ত। 

Comments

Post a Comment