কবিতা - সোমা সাহা পোদ্দার


ইচ্ছেবিন্দু



ইচ্ছেবিন্দুতে দিনলিপি আরও গভীর খেলায় মাতছে
অভ্যাস হাল্কা হলে অপেক্ষা বদলে যায় 
মিঠেরোদ ছুঁতে চায় নতুন দিগন্ত
শহরৎ আলোয় ভাসে চেনা গান্ধেরা 
ব্যাস্ত দুপুর ছুটছে
ব্যাঙ্গালোর এয়ার শো এর শব্দ মিলনে 
ভালোলাগার দৃশ্য কখনো বড্ড অভিমানী হয়ে ওঠে 
সূর্য কিরণের ন্যায় রঙিন শোএ
ডানা মেলে ফ্লাইটার প্লেন 
রোদ ক্রমশ তীব্র হয় 
পাশাপাশি চলে উড়ার প্রতিযোগিতা 
ইচ্ছেরা ঝরছে নানা দেশের সাজানো প্রতাকায় 
আকাশ পাল্টায় শদে রঙে এ এক অভিনব শিহরণ 
যত্ন কোনে স্পর্শ গুলো রাখা থাক ।
শহরৎ এর চিঠি আলোর বিন্দু ছুঁয়ে  উজ্বল দৃশ্য মাখছে 
দেখ, সারি সারি বকের ঝাঁক কেমন রঙিন মুহূর্ত গড়ে 
এভাবেই রূপকথার আঁচলে দৃশ্যেরা জীবন্ত হয় ।

Comments