কবিতা - রীতা মোদক


মায়ের মুখের আদল


বর্ষা চলে যাওয়ার পর

শিউলীর অগ্রভাগে  শুভ্রতার  কুঁড়ি জন্ম হয়।

মেঘেরা ক্রমে তুলো বর্ন ধারণ করলে

কাশেরা হেসে ওঠে

আর বাতাসে বাতাসে বয়ে যায়....

আগমনীর সুর।


কুমোর ডুলিতে এখন জোর কদমে চলছে ..

মাটির দলা মেখে ---হাতের কেরামতি।


দূরে ঐ মাঠের শেষে,

যেখানে আকাশ মিশে গেছে নীল দিগন্তের সাথে

রঙ তুলি হাতে নিয়ে ,

জানিনা কোন চিত্রকর চুপি চুপি এসে---

মায়ের  মুখের আদল  এঁকে দিয়ে যায়

আকাশ ক্যানভাসে। 

Comments