কবিতা - শিপ্রা পাল


ঈশ্বরকে খোঁজে


দু’চোখে তখনো উদ্ভ্রান্তের দৃষ্টি 
কী খুঁজে চলেছে ছায়াপথের সঙ্গী 
হয়তো ঈশ্বর !


নাকি বারুদ গলা যন্ত্রণার ফেনা
যেন উপচে পড়েছে 
উত্তর হতে দক্ষিণ মেরুতে। 


লক্ষ জলীয় কণা থেকে সৃষ্টির মেঘ
গলে যেতে যেতে
এক সময় বৃষ্টির সমুদ্রে ভাসতে থাকে। 


অতীতে মিশে থাকা প্রীতির সভ্যতা
সব ছেড়ে পালিয়ে যায়
তাই হয়তো এ রক্তক্ষরণের পথ। 


সময় ভিন্নতায় এলোমেলো হয় উপাদান
একা শুধু একান্ত নিজে
ঈশ্বরকে সামনে রেখে— ঈশ্বরকে খোঁজে। 

Comments