কবিতা - বেলা দাস


মাতৃপরশ

                            

কতদিন চিঠি লিখিনি তোমায়, মনে পড়ে যায় ছোটবেলার কথা, পুজোর ছুটির আবেগ পোস্টকার্ডে ভরে- 
বারবার শব্দ বন্ধনে মুখ খুঁজে ফেরা ।
এস. এম. এস. ই আদি অন্ত আজ। 
দৌড়োচ্ছি না ডাক বিভাগে,
 ডাকপিওনেরও পাই না সাড়া।
 পুজোর খবর বাতাসের আগে ছোটে ,
 মুঠোফোনের গহ্বরে-
 অপেক্ষার নেই অবসর।


 তবুও বছর গড়ায়, বর্ষা যায়, কাশফুল ফোটে,
 মনের আবেগ জেগে ওঠে।
 মফঃস্বল থেকে শহর, কত মুখ, কত গল্প ,কবিতা-
মান-অভিমান, রক্ত ঝরানো ঘাম,
উন্মুখ প্রতিক্ষায় দিন কাটে
ওই এলো,এই এলো
'মা' আসবে বলে 


তুমি এসো গো জননী-
 অনাথের মা, ভিক্ষুকের ধন,
দূর্বলের বাহু, চা বাগানে অন্নময়ী হয়ে 
দুটো অন্ন পেলে কার বা ভাগ্য শিকেয় ছেড়ে,
 কার বা যায় বিফলে 
শুধু স্বপ্ন নয় গো মা জীবনকাঠি হয়ে ।
খনির অন্ধকারে জ্বেলো তোমার ত্রিনয়ন 
তার কিরণে দূরে রেখো সকল মলিনতা ,


নইলে --
"এসেছে শরৎ হিমের পরশ" এই আনন্দ পাব কোথা।

Comments