কবিতা - উত্তম চৌধুরী


পংক্তি দশ



ঝুলে আছে চোখ আর চোখের মাঝের দৃশ্যগুলো।


উড়ে গেছে কান আর কানের ভেতর কানাকানি।


পড়ে আছে মাথা আর মাথার জটিল মারপ্যাঁচ।


হেলে আছে পোল আর পোলের কাছের শাগরেদ।


ভেঙে গেছে বাঁধ আর বাঁধের গোপন দলগাথা।


খুলে গেছে পথ আর পথের প্রাচীন নীতিগুলো।


পুড়ে গেছে মন আর মনের নরম অনুভূতি।


মরে গেছে মেধা আর মেধার ভেতর বুজরুকি।


ভেসে গেছে সাধ আর সাধের জমজ আহ্লাদ।


ডুবে গেছে চাঁদ আর চাঁদের রূপালি ঘরবাড়ি।

Comments