কবিতা - অমর চক্রবর্তী


কর্মকারক



জানালার পর্দা সরালে প্রভাত আলো


ঘরে প্রবেশ করি সরিয়ে সুদৃশ্য রঙিন আবরণ



সময়ের পর্দার কি করি? 


সে যে এক ভয় ধরানো বিভ্রম !



ওষুধ ঝাঁকিয়ে নেবার মতো


সময়ের ওপর নীচ দেখি


দেখি ভয় আর ভয়ংকরের বিবরণ 



সময়ের সংগ্রহ বলছে যা দেখছো


ভালোবাসা নয়, নারী পোড়ানো আগুন 


শিশুগুলো বোমাকে বল ভেবে


শরীরে নিচ্ছে যন্ত্রণার হারপুন



তারপরও...


বেশ আছি এই তৃপ্তির স্বরচিত পর্দা !



আমাকে সরাতে হবেই এই অবুঝ স্মৃতিবস্ত্র


 হৃদয়ে পৌঁছে দিতে হবে প্রীতিময় আলো


সময় থেকে ভয় সরানোর কাজ তবে শুরু করো, আমার শুরু হলো...

Comments