কবিতা - সঞ্জয় সোম


চারদিকে অজস্র ভূত পেত্নী


ঠাকুর নিরঞ্জনকে প্রশ্ন করেন:

ভূত হবি না ভগবান হবি?


নিরঞ্জন অনেকক্ষণ চুপ থেকে বলেন:

                                    ভগবান হবো


সঙ্গে সঙ্গে ঠাকুর নিরঞ্জনকে বুকে জড়িয়ে ধরলেন


মুহূর্তে নিরঞ্জনের শরীরে

ভালোবাসার উষ্ণ স্রোত বয়ে গেলো


ঠাকুর বিষয়ে পড়তে গিয়ে এই তথ্য পেয়েছি


ঠাকুরকে সবাই পাগল বলে


জেনেছি, ঠাকুর যাকে পছন্দ করতেন তাকেই

                                      বুকে জড়িয়ে ধরতেন


কিছু না কিছু খাইয়ে নিজের ধুতির খুঁট দিয়ে

                                       মুছিয়ে দিতেন মুখ


আসন নিজের হাতে মুছে দিয়ে বসতে দিতেন


ঠাকুরকে সবাই পাগল বলে


গঙ্গাবাই ঠাকুরকে নিজের হাতে  খাইয়েছেন


ইতিহাস সে কথা জানে


আমার মনে হয়, বুকের উষ্ণতাই

                   আসলে ভালোবাসার আগুন


আমাদের কবে আগুনজন্ম হবে ??


ঠাকুর,চারদিকে অজস্র ভূত পেত্নী 


ঠাকুর আপনি পাঠিয়ে দিন,

                           প্রকৃত মানুষরূপী

                                     একটা ভগবানকে 

--------------------------


তথ্য: ঠাকুর=শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস

         নিরঞ্জন=পরবর্তীতে স্বামী নিরঞ্জনানন্দ

Comments