কবিতা - তাপস দাস চৌধুরী

 


জ্যামিতি 


হিসেবের খাতায় যোগ, বিয়োগ,গুন,ভাগ
ভাগশেষ ও ভাগফল  শূন্য! 


জীবন-খাতায়, কঠিন অধ্যায়টাই সমাধানের অংক,
কিছু সমাধান জানলেও---
বেশিরভাগ সমাধানের সমীকরণ, 
জটিল আবর্তে ঘুরপাক খেতে থাকে।


কে যেন কম্পাস ঘুরিয়ে বৃত্ত আঁকে
ব্যাস যত বড়, বৃত্ত ও তত বড়।
শুধু কেন্দ্র বিন্দুটা স্থির 
ছায়াবৃত্ত অন্য আর একটি বৃত্ত।


আমরা সাঁতার কাটি,আর ব্যাস মাপতে থাকি
পরিধি আঁকার আর ছায়াবৃত্ত পারাপারের চেষ্টা করি। 


সমাধান আর জ্যামিতি শুধু তিনিই জানেন
চিত্রগুপ্ত আমাদের মত শুধু যোগ বিয়োগ করে যায়।

Comments