কবিতা - আজিজুল হক


 ক্ষমা কর সিরাজ !


খোশবাগের কবরে  ফেরেস্তারা বুঝি তোমায় খুব ভালোবাসে সিরাজ!
তোমার মাধবী?আলেয়া কিংবা লুৎফানেশা কে  তুমি কি এত কথা  বল রোজ!
হীরাঝিলের সেই সুমধুর দিন গুলো বুঝি খুব মনে পড়ে সিরাজ?
নাকি খোশবাগের নীরব মুহূর্ত গুলো !
মীরজাফর কিংবা মীরনের সাথে দেখা হয় বুঝি রোজ!
আমার দেখা হয়,জানো,ওদের সবার সাথে
কখনও বাংলা একাডেমিতে তেল মর্দনকারী কবির বেশে,
 কখনও তোয়াজমার্কা রাজনীতির অন্ধকার ঘরে..
পদলোভী মীরজাফরেরা আজও রাতের অন্ধকারে 
ক্লীবলিঙ্গের দ্বারস্থ হয় অহরহ!
ওদের দেখা হলে বল,বাংলা আবারও তৈরি বিশ্বাসঘাতকতার বর্জ্য পদার্থ গুলোকে টেমসের জলে ভাসিয়ে দিতে, ভাগীরথিতে নয়
কেন না মা গঙ্গা পবিত্র সেখানে!
তোমার মনে আছে সিরাজ!
ভাতৃপ্রতিম মোহাম্মদি বেগের কথা?
সামান্য অর্থের লোভে ভালোবাসার সম্পর্ক কে যে 
নির্লজ্জ ছুরিকাঘাতে রক্তাক্ত করেছিল লাল গোলাপ!
তুমি জানো ,সেও আজ খোশবাগের মাটিতে তার পাপ গুলো বুকে নিয়ে কি নি:সহ দুর্দশায় দিন গুনছে হাশরের ময়দানের!
জগৎশেঠের কথা মনে আছে সিরাজ তোমার?
কিংবা রাজবল্লভ,কৃষ্ণদাস ?
তুমি কি জানো ,এরাও আজ সব পাপের বলিদান চুকিয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত!
মীরজাফর! খুব বিশ্বাস করেছিল বুঝি!
নিমকহারাম দেউড়ির গুপ্তকক্ষে বিশ্বাসঘাতকতার
সেই ছুরি শুধু তোমায় বিদ্ধ করেনি,
বিদ্ধ করেছে ভালোবাসার সমস্ত সম্পর্ক গুলো কে!
পলাশীর মিরমদন কিংবা মোহনলাল বুকের রক্ত ঝরিয়েও সে স্বাধীনতা হয়তো ফিরে আনতে পারেনি,
কিন্তু অক্ষত রেখেছিল সব বিশ্বাস গুলোকে!
আমি জানি সিরাজ,মোহাম্মদি বেগের ছুরির আঘাত তোমায় যত টা যন্ত্রণা দিয়েছিল ,
তার চেয়ে তুমি বড্ড ব্যাথা পেয়েছিলে একদল হিংস্র নেকড়ে কে হৃদয় জুড়ে বিশ্বাস করে!
তারপর আরও কত নোংরামি তোমার লুৎফানেশা কে সইতে হয়েছিল,
সে খবর তুমি রাখনি সিরাজ !
তোমার আলেয়া ,তোমার শিশুপুত্র?
বুকভরা ভালোবাসা নিয়ে যাকে তুমি বিসর্জন দিয়েছিলে!
মনে পড়েছিল সিরাজ মৃত্যুকালে তোমার সে প্রিয়জনদের কথা!
আমি জানি ,তোমার কষ্ট গুলোও ছিল সেদিন 
সত্যি কত অসহায়!
কি দু:সহ যন্ত্রনায় কেঁদেছিল মীরকাশিম!
হাভাতে মীরকাশিম!
ফাঁসির ঝুলিতে নন্দকুমার !
কাশিম বাজারের ষড়যন্ত্রের আতুরঘর তারও হিসেব করেছিল ,সিরাজ!
নিজের সমস্ত পাপগুলো কে ফাঁসির দড়িতে বিসর্জন দিয়েছিল ক্লাইভ!
মুর্শিদাবাদের সব পাপ গুলো আজও দু:সহ কষ্টে দিন কাটায় !
পাগল উমিচাঁদ টা আজও হাওয়ালা কিংবা শেয়ার বাজারে অর্থের খোঁজে স্বাধীনতা বিকোয়!
হাজারদুয়ারির ঝলমলে আলোয় বিকোয় সব ভালোবাসা গুলো!
ভাল থেকো সিরাজ, আমরা আছি ,
তোমার মুর্শিদাবাদ অক্ষত হাজার যুদ্ধ সয়েও!
আমাদের স্বাধীনতাগুলো আজ প্রেম প্রেম বসন্তে ভাসে!
তুমি আলেয়াকে আগলে রেখো,
লুৎফানেশার আমরণ যন্ত্রনায় 
বেহেশতে গড়ে নিও হাজার টা হীরাঝিল!
আমি সব স্বাধীনতা গুলো তোমায় উপহার দিয়ে আসব,
তুমি তা দিয়ে মিথ্যে নির্বাচনী ইশতেহার গুলো 
পুড়িয়ে দিও !
রাস্তায় দাড়িয়ে থাকা মিছিলগুলোতে কত প্রাণ আজও
শুধু স্বাধীনতাই খোঁজে 
বাঁচার আর ভালোবাসার!
সাক্ষী থেকো সিরাজ!

                 

Comments