গুচ্ছ কবিতা - রঞ্জনা রায়



জোকার


ক্ষুধার রাজ্যে আমরা দলহীন বিপন্ন জোকার 
প্রতিবাদে গর্জে উঠি চাই আমাদের অধিকার। 
বঞ্চনার দুর্যোগে বাঁচি আমরা সব অ্যান্টি  হিরো 
প্রলেতারিয়েত দুনিয়ায় জীবনের সবটাই জিরো।



মুখোশ


 
ব্রীজ ভাঙ্গে,বাড়ি ভাঙ্গে,ভাঙছে মানুষ
ভালোবাসা ভুলে গিয়ে হারিয়েছে হুঁশ।
বন্ধু বলে যাকে ভাবো সেটাই মুখোশ তার
মায়ারঙে ভালোবাসা বাহারী চটকদার ।

Comments