কবিতা - দেবাশিস ভট্টাচার্য


ঘাম 


চায়ের পাতার গায়ে লেগে থাকে শুকনো ঘাম 
যাপনের অ-প্রকাশিত বিবর্ণ দিনলিপি
সময়ের শেষে দাড়ি পাল্লায় মেপে বাবুর্চি বলে দেয় রোজকার অর্জিত কর্মফল 


বাগানীয়া মহল্লায় বোবা সানাইয়ের বে-সুর ধুন 
শ্রমিক মায়ের রোজকার  দুঃখ বিলাপ 
কান পেতে শোনে ধওলা নোনাই 


মিছিলের দিনে শহরের রাজপথে যেতে হয়
দিন বদলের বানী শোনায় কত বিলাসী ভগবান 
কালো পিচের ওপর ঝরে পড়ে ঘাম 


প্রত্যাশা সুদীর্ঘ হলেই গাঢ় হয় পতাকার রং।

Comments