কবিতা - সপ্তর্ষি বনিক


স্বপ্ন


গ্রীষ্মের দুপুরে যে লোকটি ছাতা হাতে চলে গেল
তারসঙ্গে পাখির গমনের কোনো সূত্রতা নেই।
অদ্ভুত তবে বৈশিষ্ট্যহীন এই পথের সারাংশে মিশে আছে দীর্ঘকালিক যাপনের অংশ।
জানি, পথিকের কেউ খোঁজ করে না
খোঁজ করে না 
ভাঙা হৃদয়, ফাঁকা চিরকুট
অথবা
তোমার সংসারের।
সাজানো অক্ষরের বাগানের যে চাষি ঢুবে থাকে
তার হাতে এদের বর্ণনার কথা শুনতে হয়।
শুনতে হয় পরিবার ছেড়ে যাওয়ার কথা
               সাংসারিক জীবনে যুবকটির পথিক হবার কথা।
ছাতা আসলে রোদ নয়, স্বপ্ন ঢাকে
ঢাকে যুবক আর পথিকের মাঝের বিছানো শব্দের বাগান
ফুলের গন্ধ
প্রেমিকার বুকের উচ্চতা।
আসলে এই গল্পগুলো চাষির তৈরি
আজগুবি।           অথবা,
চাষি জানে 
যুবকটি আসলে    কে?
হয়ত 
আমি 
বা 
আপনি…

Comments