কবিতা - তুহিন কুমার চন্দ



বনের পরে একটা পাহাড় 


বনের পরে একটা পাহাড় 
তারপরে এক নদী,
ফুলের মালায় মিছিল গাঁথা 
বনের ভেতর যদি
চাঁদের বুড়ি নেমে আসে 
হীরের মানিক জ্বেলে 
পরীর ডানা এক নিমেষে 
সব লুকিয়ে ফেলে। 


পাহাড় থেকে অনেক দূরে 
রামধনুকের বাড়ি, 
বন পরেছে মুক্তো মালায় 
জ্যোৎস্না রংয়ের শাড়ি।
সেই নদীটার দু'পার ঘিরে 
জোনাক জ্বলে রাতে,
সকাল হতেই পাহাড় চূড়ো 
রোদ তুলে নেয় হাতে।


এই বনেরই একটি কোনে 
ফিঙ্গে পাখির বাসা, 
সোনায় মোড়া টাট্টুঘোড়ায়
নিত্য যাওয়া আসা।
রাজপুত্তুর মেঘের ফাঁকে 
দেয় পাহারা রোজ,
বিকেলরোদে সোনার ভেলায় 
সুখপাখি দেয় খোঁজ।


বনের পরে একটা পাহাড় 
তারপরে এক নদী,
ঝিনুক ভেঙ্গে মুক্তোগুলোর 
খোঁজ পেয়ে যাই যদি!
ঝিঁঝি ডাকা বনের গাছে 
রূপকথাতে নাকি,
হীরের ডালে সোনার পাতায় 
বাস করে সুখ পাখি।

Comments

Post a Comment