কবিতা - মনিমা মজুমদার



অচেনা দেশ


যতদূর প্রসারিত দু'চোখ আমার
শাল-মহুলের ধার বরাবর হেঁটে যাচ্ছে-
তোমার অবয়ব, ছায়া, এমন কী তুমিও
তোমার দু'চোখে কী নিষ্ঠুর কটাক্ষ! 
অথচ তুমি ছাড়া আর সমস্ত কিছু 
নির্ভার আজ।


যে রাস্তা এগিয়ে যায় তোমার দিকে 
তার দু'পাশে শাল নেই, মহুল নেই
শুধু অলৌকিক সবুজ, ধুসর সত্যি দিয়ে সাজান
নিরুদ্দেশ হতে চাওয়া অচেনা কোনও দেশ--

Comments