কবিতা - অভিজিৎ সেন



নির্বাচিত শহরের নির্বাসিত কোণের ক্ল‍্যাইমেক্স


প্রতিটি পৃষ্ঠা উল্টে দেখেছি
এক একটি অন্তর্ঘাত আছে দাঁড়িয়ে বাঁকের মুখে !
অভিধান নিংড়ানো নির্বাচিত শব্দ-চাকচিক‍্যের
আলো ছড়ানোর কথাছিল !
অথচ নেমেছো আলেয়ার অভিযানে 
অন্ধ কানা গলি পথে ছায়া কায়া লিবিডোর আয়োজন !
ভাব ও শব্দের মেটাফোরে তুমি শুধু গোষ্পদের ছবি অঁকো
আচ্ছা তুমি কি পারো না--
শব্দের বুকে ডুব দিয়ে শব্দকে তুলে নিতে ।
সময়ের বাঁকলতুলে লিখে দিতে  গ্রানাইটবুকে নাম ।
শূন‍্যে,শূন‍্যদিয়ে আঁকো সর্বজনীন অভিব‍্যক্তি ।
দেখ,পিচের রাস্তায় শ্রান্তির চাদর জড়িয়ে পড়ে আছে আমার শহর.....
ঘুমের বড়িখেয়ে ব‍্যস্ত-আভিজাত্য,দোলে স্বপ্নের আবেশে 
তবু ডাস্টবিন ঠেলে উঠে আসে মৃতশিশুর বিকৃতমুখ
ক্লান্তির আড়ালে টানো কালো চশমার প্রাচীর
অমিল হাসির আড়ালে জমে চলেছে,নিদয় কালকূট
অপ্রকাশ‍্যেই অনেক প্রকাশ তোমার.......
খেজুরের রসে মিশিয়ে সায়ানাইড,অপত‍্যকে গড়ো আদৈর্ঘ‍‍্য বিষাক্ত সাপ।
কাঁদে নর্দমার বুকে বিষাদসিন্ধু চাতকের চিৎকারে...
তবু আমি দেখেছি বিচ্ছিন্ন দ্বীপেরা এক হতে চায় !
গুমোট স্তব্ধতা কাটাতে আমায় লুক্রেসিয়া হতে দাও রাতে।
দিনের আলোয় নাহয় ছুড়ে মেরো আমায় তারপেই পাথর।


তুমি  চাঁদ দেখে ছাদে গান ধরো !
আমি  চাঁদের পৃথিবী থেকে  একটু একটু সরে যেতে দেখে রাতে আৎকে উঠি রোজই......

Comments