কবিতা - সুজয় নিয়োগী


আকাঙ্ক্ষা


আচ্ছা, আমার জীবনের শেষটা 
কেমন হবে তুমি কি জানো?
ভাবছ,  কেন এমন প্রশ্ন!


আসলে আমার রচনা সমগ্রের নাম
'ব্যর্থতার সাতকাহন',
কিছু দুর্বোধ্য কবিতা 
আর কয়েকটা পানসে গল্প দিয়ে সাজানো, তাই সিংহভাগই অবিক্রিত।


এমন কাউকে নিয়ে কেউ কি ভাবে?
তাই শুধু তোমায় বললাম 
কানে কানে, ফিসফিসিয়ে। 
কাউকে বলোনা যেন, নইলে সবাই হাসবে।


তবুও একটা আকাঙ্ক্ষা মনে মনে,
বলবো? বলেই ফেলি--
'জীবনের শেষটা যেন মসৃন হয়'।

Comments

  1. খুব সুন্দর সুজয় দা

    ReplyDelete
  2. ধন্যবাদ।।

    ReplyDelete
  3. সুজয় দা দারুণ

    ReplyDelete

Post a Comment