কবিতা - এলা বসু


লক্ষী এলো না  


একদিনও লক্ষণ রেখার বাইরে
পা রাখিনি। 
পা রাখিনি বলেই লক্ষী এলো না

ঘরেতে ভ্রমর এলো শতশত 
শতদল ঘেঁষতে দিলনা
দিল না বলেই লক্ষী এলো না

ছুটকো অজুহাতে ভর করে 
লিরিলের জন্য ঝর্ণা হতে পারিনি
পারিনি বলেই লক্ষী এলো না 

চাল ধুতে ধুতে সন্ধে নেমে এলো 
স্টেশনের রাস্তা চেনা হল না
হল না বলেই লক্ষী এলো না

Comments

Post a Comment