কবিতা - দীপান্বিতা চক্রবর্তী



মন ময়ূরী



রাতের বেলায় বনের ধারে,
বাঁশির সুর ভেসে আসে 
সে কি মধুর সুর!
মন ছুটে যায় তাঁর‌ই দিকে;
সেথায় গিয়ে দেখি কোথা নেই কেউ।।
ফাঁকা সারা বন
বাতাসে ছোটো ছোটো, গাছগুলি হেলে দুলে করছে বন বন
মিষ্টির হাসির শব্দে কানে আসে যেই।
পিছে ফিরে দেখি সেথা কেউ কোথাও নেই।।
বনমালী আমাকে ডাকছে নিজের কাছে,
আমি চাচ্ছি তার‌ই দিকে ছুটে যেতে
কিন্তু পারছি ক‌ই?
লোভ,হিংসা,কাম,মায়া চেপে ধরে আমায়।
আমি ভেঙে পরি 
ভাবি,আমি মীরা ন‌ই;
ন‌ই আমি রাধা।।
তবু বনমালী ছাড়া জীবন আমার আধা;
বনমালীকে পেতে হলে। ছাড়তে হবে এ জগতের মায়া
তবেই ঠাঁই হবে তার চরণে
সার্থক তবেই এই জন্ম।।

Comments