কবিতা- অমিত দে


মায়াকানন

 

অসময়ের বৃষ্টি ভুল বোঝেনি আমাদের,
চেনা কথকতা মুছে দিয়ে নিয়ে গেছে
একটি দিনের অসমাপ্ত গল্পের পাতায়।
যেখানে মেঘের বারান্দায় ওড়না উড়িয়ে
গোপন অভিসারে ডেকেছে কেউ...  
 

টুপটাপ ধ্বনি এই কাহিনির আদি পরিসর।
পথ খুঁজি, যেন শৌখিন মাঝি গার্হস্থ্য
ঠেলে ভেসেছে কোনও মায়াকাননে।
 

একসময় গোধূলির নিস্তেজ আলো নিয়ে
ঘরের দিকে এগিয়ে যায় ভেজা পাখি
আপাতত আর কোনও বাঁক নেই,
শস্যবীজ ভেসে যায় উঠোনের জলে
শরীরের রোমে সন্ধ্যাদীপ জ্বেলে ফোটে
                      নিষ্পাপ হাসনুহানা।

Comments