কবিতা- এলা বসু

 

প্রত্যাশার মোহ 


ভেবেছিলাম,
নির্মোহ হতে পেরেছি অনেকটাই 
এককালের লিপস্টিক, নেলপলিশ
শাড়ী জামা অলংকারের লোভ 
পুরুষের চোখে মুগ্ধতার লোভ
মহিলাদের চোখে সম্ভ্রমের লোভ 
মায়ের কাছে বেশী আদরের লোভ
প্ৰিয় পুরুষের নিখাদ ভালোবাসার লোভ
এসব কিছুই খুঁজে পেয়ে এবং
সময়মত হারিয়ে ফেলে 
আনন্দ ও হতাশা মিলে গড়ে তোলে একটা
স্যান্ড ক্যাসল যা ধ্বসে পড়ে যায় মুহূর্তের অবকাশে 
গতকাল স্বপ্নে দেখেছি এক মৃত আত্মীয়ার কাছে
হাত পেতেছি ফের কি এক দুর্মর বাসনার টানে 
অবচেতনে জীবাণুর মতন
লুকিয়ে বসে আছে আজও লিপ্সা! 
প্রত্যাশা যার পোশাকি নাম

Comments

Post a Comment