কবিতা- সোমা দে


দহন


অনাকাঙ্ক্ষিত দাবদাহের স্পর্শে
নিশ্চুপ দুপুরের পিচগলা রাস্তা হয়ে গেছ
তোমার বুকজুড়ে কিছু খুচরো বেহিসেবী কথা ছড়িয়ে দিতে দিতে
এগিয়ে চলেছি নিজস্ব গন্তব্যে ,
তাপ সঞ্চারণে খানিকটা তপ্ত হচ্ছি আমিও
মন মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা কমে আসছে


শুধু সহ্যশীল হতে হতে ,
তোমায় আর আগের মতো ভালোবাসার কথা
বলা হয়ে উঠছে নাহ্!
কিন্তু তোমাকে বোঝাতে হয়নি যে আমি ভালো নেই
বরং শিখিয়ে দিচ্ছ বারেবারে ,
ধাতুকে পরিণত আকারে আসতে হলে পুড়তে হয়। 

Comments

Post a Comment