কবিতা - মোহিত ব্যাপারী


জীবনের খনি

      

জীবনের বাঁকে বাঁকে আজও ওরা
হেসে খেলে চলে।
জটিল জীবনের ফাঁদে ছটফট জীবন।
তার মাঝেও ছোটবেলা হাসে।
জীবন এগিয়ে চলে জীবনের পথে।
মানুষ বড় হয় সময়ের সাথে।
নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়ে।
তবু আজীবন সখ্যতা ছোটবেলার সাথে।
বড় হতে হতে জীবনের বিস্তৃতি বহুদূর।
তবু মন পড়ে থাকে সেই সোনার খনিতে।

Comments