কবিতা- এ,এস,এম,হাবিবুর রহমান


বৃষ্টি নামে 

         


এ-ই শহরে বৃষ্টি কখন নামে কেই কি জানে
গা-পোড়া রোদ চামড়া পুড়ে ঘুটঘুটে পড়ছে গলে
আকাশের চোখে ক্লান্তির ক্ষমা পাকুড় ডালে নীরবতা
লাউ কুমড়ো ঝুমকে লতা  বলে না কথা রাস্তা একদম খাখা। 
বৈরী বাতাসে স্বস্তি নেই আমেজ হারায়ে খেই
সুখের ঘর ভেঙে গেলে বদলে যায় কাজল দীঘির চাওয়া
পাখির ছানা তৃষ্ণা কাতর কবুতর গুলো খোপের ভেতর
জলের দাম আকাশ ছোঁয়া বদলে গেছে চিত্র কলা। 
এত কেন প্রশ্ন শীতল বাতাস কোথায় হামাগুড়ি দেয় জানো? 
হিমালয়ের কোলে নুড়িগুলো ঘুমিয়ে আছে যাদুটোনার খেয়ালে
বৃষ্টিরাণী চুমুক দিলে উঠবে জেগে ক্ষিপ্ত বাতাস নিবে চুষে
এখন একটু থামো চোখ ঢেকে আয়াস করে অপেক্ষায় থাকো। 
রকম কথা গুনিজন বলছে অনেক  আগে কেউ রাখেনি
অরণ্য ভেঙ্গে বসতি হলে শুন্যতার ক্ষত দিনদিন যাচ্ছে বেড়ে
বলছো বটে বাড়তি লোকের উপচানো ঢেউ কোথা যাবে?
গুচ্ছ গুচ্ছ ভাবনা গুলো আটকে গেলে কেমন হবে। 
বড্ড কথার চাবুক যুক্তি তর্ক ঠোঁটে আর-ও অন্য উপায় আছে 
রংবাহারী দালান কোঠা হেমলকের ফোঁয়ারা এত কেন ঝলমল করে 
দৌড়ের পাঠশালায় মেধা থাকলে অনেক কিছু পাওয়া যায়
নদীর পথ অনেক খোলা এই শহরে কখন বৃষ্টি নামে। 

Comments