কবিতা- মৃণালিনী



রবীন্দ্রনাথ রোমান্টিসিজম ও ওয়ার্ডসওয়ার্থ

      

ভাবের ঘোরে আজন্ম বসবাস

পূর্বপূরুষের ভিটে, কুয়াশার বাড়ি চাঁদের জানালা

তারা নক্ষত্রের পর্দা ঘেরা নীলাকাশের কার্পেট

              স্বপ্ন সবুজ কচি কলাপাতায় 

রোদ্দুরে শাল সেগুন মেহগনি গুল্মলতায়

দেড়'শ বছরের কথাহীন ইতিহাস জড়িয়ে
ঝুরিতে ঝুরিতে পারিজাত ফুলের দোলনা।


ঋতুবদলের রূপ ও চরিত্রবদল করে আমার 
বন্ধু ও বান্ধবী, এটা ওদের প্রিয় খেলনা
প্রকৃতিকে কোনদিন খোলা চোখে দেখার সুযোগ হয়নি 
বলেই প্রাকৃতিক ছায়াঘন সৌন্দর্যময় 
                  মায়াকাজলে আকর্ষিত
স্বপ্ন-বাস্তব মিলেমিশে শোক অঝোর ঝড়ে বর্ষিত।


রোজ স্বপ্নে আসেন কবি, কবিতা পড়েন-


"I was the Dreamer, they the Dream; I roamed
Delighted, through the motely spectacle;
Gowns grave or gaudy, Doctor, students,
                  Streets
Lamps, Gateways, Flocks of Churches, courts
                  and Towers
Strange transformation for a mountain youth
A northern villager"

ঘুমচোখে কবির চোখে প্রকৃতি চরাচরে খুঁজে বেড়াই 
কবির চিত্রকল্পে বিনিসুতোর ঘুড়ি খোঁজে পাহাড়ি যুবক
বিস্মিত বিবর্তনের সাক্ষী থাকি, 
সত্যের খোঁজে পাড়ি জমাই সোনার তরীতে একাকী।

Comments

  1. Great poet and nice person you are ❤👍🏻👍🏻

    ReplyDelete

Post a Comment