কবিতা- মণিদীপা নন্দী বিশ্বাস


সময়ের শূন‍্য টান


অদ্ভুত নদী ভিতরে এখন।জলহীন,সূর্য
তীব্র।আশ্লেষে ভালবেসে দেখ নদীটা
জলে ভরে যায়। কতগুলো শব্দ এলোমেলো
উঠে আসে বেজে যায় গোপনে গোপনে
আঙুলের টুংটাং তার বাজুক সুর তুলে
বলুক এস থাকি কিছুক্ষণ গোপন অন্ধকারে
নিজস্ব সময়ের কাছে...আসলে কালো
রঙ এখন ঘিরেছে আকাশ, পায়ের নীচের
মাটি, আস্তরণ অথবা দরজা ভেদ
করে ঘরের ভিতর, গুছিয়ে রাখা বিছানায়
নেমেছে ধূসর একপ্রস্থ কালো...



তুলে নিয়েছি দেখ সবটুকু। নদীটা
ভরে যাবে জলে ঠিক।...তুমি জানতেও
পারবেনা কোনদিন। গভীর পুকুরে যে
চোখ দেখেছ ডুবে আছে, দৃষ্টি নিভে যায়
সন্ধে নামে অবিরত টানে বুকে এখন
স্তব্ধতার টান

Comments