কবিতা- প্রতিভা পাল


বর্ষা

 

(১)

সেবার শ্রাবণে নদীর বাঁকে 
স্মৃতি জমিয়েছিল জীবন!
পলির কাদা জমাট হলে 
স্বরলিপির মতো 
অস্তিত্বের ইতিহাস লেখে জীবাশ্ম! 
স্পষ্ট হয় মুহূর্ত, ক্ষণ, আচরণ! 


(২)

মনে হয় মেঘেরও অনেক অভিযোগ
আষাঢ় ঘিরে, 
মনে হয় মনে হওয়া সব যেন কোনও অজুহাত 
আকাশের, অবসরের
যার ছায়ায় ভেসে যাওয়া যায় অচিরেই
বৃষ্টি হলে 
ভাষাহারা রাতের মায়াময় গভীরতায়...  


(৩)

ভোরের আজান, সন্ধ্যার আরতি
যদি বৃষ্টি ভালবাসে,  
নিখোঁজ রোদের দুপুর 
যদি বিরহের ছবি আঁকে অযথা, 
জলের আল্পনায় জীবনের জারণ
নিভৃতে কথা বলে;
মেঘলা আকাশের গায়ে লেখা হয়
কবিতার মতো বর্ষার কথকতা !  

Comments