কবিতা- মহুয়া



ঈশ্বর



একটি ফুটফুটে রাতের গল্প।

পুরাতন সিঁড়ি ঘরের পাশে, হেটে গেছে নদীপথে নাগা সন্ন্যাসীর দল।

সপ্ত ঋষির বশীকরণ মন্ত্র, এক লাফে চাঁদ বসে আকাশের বারান্দায়। জড়িয়ে পায়ে পায়ে জোনাকির চিত্রিত চতুর্ভুজ। এসব কথা বলা কি পাপ, ঈশ্বর।

বাগানের ডাল পাতায় গভীর উত্তাপ, কোথাও কোন দায়বদ্ধতা নেই। সারাটা শরীর মন জুড়ে পাহাড়ি জোনাকি বাগান। উচ্চারণ ছাড়াই রোজ ধ্যানে বসা।

Comments