কবিতা- সৈকত সেন



মিলিত অভিযান


প্রজাপতি ডানা মেলা রোদ ডিঙিয়ে 
একদল শ্মশানযাত্রীর মাঝখান দিয়ে
একটা অর্ধমৃত শহরের ওপর দিয়ে হাঁটছি
নিজেকে একা মনে হয় না কখনও।

দূরে আকাশের গায়ে এখনও কোথাও
অলৌকিক রং মেলায় অচেনা চিত্রকর।

নদী থেকে নদী সরে যাক
স্রোতের বিপরীতে বয়ে যাক স্রোত 
তবুও আঙুলে আঙুল জড়িয়ে
প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মিলিত অভিযান।

তবুও পথচলা অবিরাম
খুঁজে নেওয়া আকাশকুসুম পদচিহ্ন 

এভাবেই তো চিনে নেওয়া যায় 
ভাঙ্গা কাচের আড়ালে প্রতিবিম্বিত ঈশ্বর।

Comments