কবিতা- সঞ্জয় সোম



দশদিগন্ত


আমাদের শব্দের মুখগুলো পঞ্চমুখী ফুল
এখন এ ভাবে ভাবছি
ভালো লাগছে ভাবতে


চার পাঁচ দিকে তাকালে চার্দিক শেখা হয়
শিখতে শিখতে আমাদের অভিজ্ঞতা
আমরা অভিজ্ঞতা লিখে লিখে পঙক্তি সাজাই


খন্ডকালে নিজেকে দেখে দেখে লেখা       চার্দিক শেখা


বেঁচে থাকাই যখন আমদের কবিতার চলাচল
তখন পঞ্চমুখ দশদিগন্ত জুড়ে দেবো কবিতায়


আমাদের জীবন আমাদের খন্ডকালের যোগফল


কবিতার ভেতরে আমরা আছি
শিখছি পঞ্চমুখীর কাছে       যাবো দশদিগন্তে

Comments