কবিতা- বাসুদেব সরকার


যুদ্ধে নয়, প্রেমে শান্তি


পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদ
চালায় এখন বিশ্ব,
হানাহানি, সন্ত্রাস, যুদ্ধ
কী ভয়ঙ্কর দৃশ্য!


আধিপত্য বিস্তার নিয়ে
চালাচ্ছে কেউ যুদ্ধ,
মানবতা ধূলায় গড়ায়
নৈতিকতার শ্রাদ্ধ!


যুদ্ধনীতি মানছে না কেউ
ধর্ম, নীতিহীন,
মানুষ এখন স্বার্থবাদী
হচ্ছে দিনে দিন।


যুদ্ধে কী আর শান্তি আসে
শান্তি আসে প্রেমে,
চাই না যুদ্ধ, শান্তি আসুক
স্বর্গ সুখে নেমে।

Comments