নবীন কলমের কথামালা :: কবিতা- আসকার ইকবাল


স্মৃতির ঘনঘটা


অপেক্ষার ঘনঘটা বহু আগেই মিশে গেছে 
তীব্র আকারে বয়ে যাওয়া বাতাসের সঙ্গে।
তবুও এক বিদীর্ণ স্মৃতি যেন বুকের বা পাশে 
সব সময় একটা শুষ্ক ব্যথার জন্ম দেয়।
কি অদ্ভুত সে ব্যথার আকুতি।
বয়ে যাওয়া বাতাস এসে কানেকানে প্রতিবারই
কি যেন বলতে চায়।
কিন্তু কিছু না বলেই যেন ফিরে যেতে চায় 
তার নিজের মনগড়া ভাবনার জালে ফেঁসে।
স্মৃতিরা ভাবনার কোল ঘেসে আবার নতুন স্মৃতির জন্ম দেয়।
ধানক্ষেতের আল দিয়ে হেঁটে যেতে যেতে 
ভুলে যাবার চেষ্টা করেছি সব।
তবুও আবারো যেন পথ আগলে দাড়ায় সমস্ত স্মৃতিরা।
একটা সবুজ স্বপ্ন নিয়ে বেঁচে আছি এই তো ঢের।
হয়তো এভাবেই বেঁচে থাকবো অথবা থাকতে চাই যুগের পর যুগ ধরে।

Comments