কবিতা- রঞ্জনা রায়



অপরাজিত

সত্যজিৎ রায়ের স্মরণে 



কু ঝিক ঝিক,কু ঝিক ঝিক, রেল চলে
মাঠ-ঘাট পেরিয়ে ছুটে আসে দুটি অবুঝ প্রাণ
অপু আর দুর্গা -
কাশের বন নেচে ওঠে রঙিন আনন্দে
স্বপ্নমাখা চোখে ওরা সুদূরকে ছুঁতে চায়।


সেলুলয়েডে প্রাণবন্ত হয়ে ওঠে 
এই অবুঝ সুন্দর কবিতাটি।
দীর্ঘদেহী ওই পুরুষের যাজ্ঞিক দৃষ্টিতে
নতুন চেতনার সিনেমাটিক ক্যারিশমা 
'পথের পাঁচালী' যেন নূতনের আনন্দধ্বনি।


এভাবেই এগিয়ে চলেন 
ভারতের চলচ্চিত্রের বিধাতা পুরুষ।
সোনার কেল্লার স্বর্ণচছটা, 
কাঞ্চনজঙ্ঘার পেলব সৌন্দর্য
শতরঞ্জ কি খিলাড়ির রাজকীয়তা -
একে একে দীর্ঘ হয় চলচ্চিত্র সরণি


অস্কার বিজেতা তিনি - চির অপরাজিত।

Comments