কবিতা- দীপান্বিতা রায় সরকার



অযুত

       

লয়ে ছিলো,  আলোর বাসার নৈকট্যে।
বাদামি কৈশোর ভেঙে যুবকের বুকে ভালোবাসার গন্ধ।


নীচু খাদানের মতো অনুরক্ত মুখ তুলে
যে যুবতী সূর্য ছোঁয়ার সাহস  করেনি,


যুবকটি তার বুকেই  এঁকে দিলো রক্ত করবী।


ভালোবাসা  একটি নদী হলো, নিরাকার।
বিবর্ণ ভূমির মতোই যুবতী তার ধুসর চর হলো।


প্রকৃতির অসংখ্য অযুত শব্দের মতোই,
 কখনো কখনো ভালোবাসাও বর্ণময় সমষ্টি হয় না।

Comments

Post a Comment